রাজনীতি ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে গণমিছিল নিয়ে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে যাত্রা করেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। তবে পুলিশি বাধার কারণে শান্তিনগর মোড়ে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় গণমিছিল।
বুধবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এ গণমিছিল শুরু হয়। পরে শান্তিনগর মোড়ে পুলিশি বাধার সম্মুখিন হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহর নেতৃত্বে মিছিলটি বের করা হয়।
নেতাকর্মীরা জানান, নির্বাচন কমিশন সন্ধ্যায় একতরফাভাবে তফসিল ঘোষণা করলে আগামীকাল থেকে কঠোর আন্দোলনে যাবে ইসলামী আন্দোলন।
এর আগে বিকেল ৩টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ করেন ইসলামী আন্দোলনের নেতারা। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশন কখনো সুষ্ঠু নির্বাচন করতে পারে না। লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচন তাই প্রমাণ করে।