আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ড সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। রাজ্যটির দেওঘরে বিধানসভা ভোটের প্রচারে গিয়েছিলেন তিনি। প্রচার শেষে ফিরতে গিয়েই মূলত এই বিপত্তি।
জানা গেছে, শুক্রবার (১৫ নভেম্বর) ছিল আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মবার্ষিকী। এই দিনটি জনজাতি গৌরব দিবস হিসেবে উদযাপিত হয়। আগামী বুধবার ঝাড়খণ্ডে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন।
তার আগে শুক্রবার আদিবাসী অধ্যুষিত রাজ্যটিতে প্রচারে গিয়েছিলেন মোদি। দু’টি জনসভা করে দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল তার।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, প্রচার শেষে দেওঘর থেকে বিমানে দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে প্লেনটি উড্ডয়ন করা যায়নি। আপাতত দেওঘর বিমানবন্দরেই বিমানটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। কী কারণে যান্ত্রিক গোলযোগ, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, আপাতত দেওঘর বিমানবন্দরেই অপেক্ষা করছেন মোদি। তাই জোরদার করা হয়েছে বিমানবন্দরের নিরাপত্তা।
সূত্র: এনডিটিভি