হোম খুলনামাগুরা মোটরসাইকেলে বান্ধবীকে নিয়ে মাওয়ায় গিয়ে লাশ হয়ে ফিরলেন জগন্নাথের ছাত্র

মোটরসাইকেলে বান্ধবীকে নিয়ে মাওয়ায় গিয়ে লাশ হয়ে ফিরলেন জগন্নাথের ছাত্র

কর্তৃক Editor
০ মন্তব্য 170 ভিউজ

অনলাইন ডেস্ক:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র অভিজিৎ হাওলাদার (২৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সঙ্গে থাকা অনসুর রানী হাওলাদার (২৩) নামে আরেক শিক্ষার্থী।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা–মাওয়া মহাসড়কে বঙ্গবন্ধু টোল প্লাজার কাছে নিমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অভিজিৎ হাওলাদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মঠবাড়িয়া গ্রামের রতন হাওলাদারের ছেলে। আহত অনুসর রানী হাওলাদার একই এলাকার উত্তম হাওলাদারের মেয়ে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ সময় সংবাদকে জানান, বেলা সাড়ে ১২ টার দিকে মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-১২-১২৪৮) করে অভিজিৎ ও অনুসর ঢাকার দিকে যাচ্ছিলেন। নিমতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় রেলিংয়ের ওপর ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই অভিজিৎ মারা যান। গুরুতর আহত অনুসর হাওলারদাকে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকায় পাঠানো হয়।

এদিকে, নিহত অভিজিতের সহপাঠীরা জানিয়েছেন, দুপুর ১২টার দিকে বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলে মাওয়া থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু টোল প্লাজার সামনে অভিজিৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা খায়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই অভিজিৎ মারা যান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল জানিয়েছেন, এলাকার বন্ধু এই দুই শিক্ষার্থী সকালে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। পরে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন