মোংলা প্রতিনিধিঃ
যশোর থেকে ট্রাক বোঝাই করে চুরি করে দুটি গরু নিয়ে পালানোর সময় মোংলার দ্বীগরাজ এলাকা থেকে এক গরু চোরকে কে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসি। চোরাই কাজে ব্যবহত ট্রাক,দুইটি গরু ও আটক ওই ব্যাক্তি মোংলা থানা পুলিশের তত্বাবধানে রয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, বরিবার দুপুরে মোংলা বাসষ্টানে স্থানীয়রা সন্দেহ বসত গরু বোঝাই ট্রাকের চালককে জিঙ্গাসা করেন কোথায় থেকে গরু আনলেন আর কোথায় যাবেন। এসময় চালক কোন উত্তর না দিয়ে দ্রুত ট্রাক নিয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে স্থানীরা সড়কে গতিরোধ করে ট্রাকটিকে থামিয়ে দেয়। এসময় দৌড়ে পালিয়ে যায় ট্রাক চালক। স্থানীয়দের হাতে ধরা পড়েন গরু চোর আঃ কাইয়ুম ওরফে শিমুল। পরে মোংলা থানার এস আই ইমলাক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গরু চোর কামাল হোসেনকে আটক করে মোংলায় নিয়ে আসেন।
উদ্ধার হওয়া গরু ও চুরির কাজে ব্যবহ্যত ট্রাকটি মোংলা থানা কম্পাউন্ডে পুলিশের জিম্মায় রাখা হয়। আটক আবদুল কাইয়ুম বাগেরহাটের রামপাল উপজেলার কুমলাই এলাকার বাসিন্ধা আবদুস সালাম শেখের পুত্র। এদিকে আটক আঃ কাইয়ুম ওরফে শিমুল জানায়, মোংলার দ্বীগরাজ এলাকার বাসিন্ধা ছালাম ওরফে চোরা ছালাম গরু চোর চক্রের মুল হোতা।
দির্ঘ সে ( ছালাম) লোভ লালসা দেখিয়ে বিভিন্ন ব্যাক্তিকে ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে অন্যত্র বিক্রি আসছেন। একটি সুত্র বলছে, গরু ছুরির মাধ্যমে ছালাম অড়াল সম্পদের মালিক বনে গেছেন।
s