জসিম উদ্দিন, বাগেরহাট:
মহান বিজয় দিবস উপলক্ষে জনসাধারনের পরিদর্শনের জন্য মোংলায় উন্মক্ত করে দেওয়া হয়েছিলো বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ড এর দুইটি যুদ্ধজাহাজ। নৌবাহিনীর দিগরাজ ঘাটিতে ”বানৌজা তুরাগ” ও কোস্টগার্ড পশ্চিমজোনের সদর দপ্তরে ”বিসিজিএস মুনছুর আলী” শনিবার(১৬ ডিসেম্বার)দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মক্ত রাখা হয়। এসময় যুদ্ধ জাহাজ দুইটি দেখতে ভিড় জমায় বিভিন্ন শ্রেনী পেশার নানা বয়সের হাজারো মানুষ।
শনিবার দুপরে জাহাজ উন্মক্ত করার নিদিষ্ট সময়ের আগেই শত শত নানা বয়সের দর্শনার্থি ভিড় করে নৌবাহিনীর দিগরাজ ঘাটির মুল ফটকে। এর বাহিনীটির সকল নিয়মকানুন মেনে প্রবেশ করতে দেওয়া হয় জনসাধারনকে। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ দেখে খুব খুশি হতে দেখাযায় শিশু কিশোর ও নারী দর্শনার্থিদের। বাংলাদেশ নৌবাহিনী গভীর সাগরে কিভাবে বাংলাদেশের জলসিমায় দায়িত্ব পালন করে এবং নৌ সদস্যরা কি কি কৌশল অবলম্বন করে ও জাহাজে থাকা নানা সরঞ্জামাধী সম্পর্কে উপস্থিত দর্শনার্থিদের অবহিত করা হয় নৌবাহিনীর পক্ষ থেকে।
একই সময়ে বাংলাদেশ কোস্টগার্ড এর যুদ্ধ জাহাজ ” বিসিজিএস মুনসুর আলী দেখতে ভিড় করে শত শথ মানুষ।এসময় জাহাজটি গভীর সমুদ্রে গমন ও উপকুলীয় অঞ্চলে টহল প্রদান,উদ্ধার ও অনুসন্ধান কর্মকান্ড,অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালঅন রোধ,জলদস্যু দমন,মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে সকলে দর্শনার্থি খুশি মনে বাড়ি ফিরে যেতে দেখাযায়।##