হোম অন্যান্যসারাদেশ মোংলার কালিকাবাড়ী এলাকায় কৃষক পরিবারের উপর হামলা;বাড়ী ও দোকান দখল করে নেওয়ার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি:

মোংলার কালিকাবাড়ী এলাকায় এক কৃষকের বাড়ী ও চায়ের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে জোরপূর্বক দখল নেয়ার অভিযোগ উেেঠছে একটি ভুমিদস্যু গ্রুপের বিরুদ্ধে। এ সময় প্রভাবশালী ভুমি দস্যু গ্রুপটি পিটিয়ে জখম করে কৃষক নারায়ন চন্দ্র মন্ডলসহ পরিবারের আরো ৪ সদস্য কে। আহতরা চিকিৎসা নিচ্ছেন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এঘটনায় অনিক মন্ডল,কুবের মন্ডলসহ ১৬ জন হামলাকারীর নাম উল্লেখ করে ও আরো অঞ্জাত ৭০/৮০ জন কে বিবাদী করে আজ রবিবার মোংলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

মোংলা থানায় লিখিত অভিযোগ সুত্র ও আহতরা জানান,শনিবার(৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শতাধিক লোকজন নিয়ে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কালীকাবাড়ী এলাকায় কৃষক নারায়ন চন্দ্র মন্ডলের বাড়ী থেকে তাদের মারধর করে জোরপূবক বের করে দেয়। এসময় নারায়ন চন্দ্র প্রতিবাদ করলে তাদের পরিবারের সবাইকে পিটিয়ে জখম করে। আহত নারায়ন মন্ডলের দাবি,অনিক মন্ডলের নেতৃত্বে শতাদিক সন্ত্রাসী ভুমিদস্যু তাদের উপর হামলা চালিয়ে তাদের চায়ের দোকান ও বাড়ী দখল করে নেয়।

তবে অভিযুক্ত অনিক মন্ডল মুঠোফোনে জানান,তাদের মালিকানা থাকায় তারা জবর দখলে থাকা নারায়ন চন্দ্রকে উচ্ছেদ করে মালিকানা ভূমির কিছু অংশ দখল করে নিয়েছেন।

এঘটনার বিষয়ে জানতে চাইলে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুসফিকুর রহমান তুষার জানান,ওই ঘটনার পর মোংলা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মোংলা থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন