হোম খুলনাবাগেরহাট মোংলা বন্দর দিয়ে প্রথমবার আপেল আমদানি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :

মোংলা বন্দর দিয়ে প্রথমবার আমদানি হলো আপেল। বৃহস্পতিবার (২১ডিসেম্বর) বিকেলে ৪০ফিটের দুইটি কন্টেইনারে আসা ৫১মেট্টিক টন আপেল খালাস করা হয়। এর আগে গত ১২ ডিসেম্বর লাইবেরিয়ার পতাকাবাহী এম,ভি মার্কস হাই ফং জাহাজে মেসার্স এশিয়ান ফ্রুটস্ (বিডি) লিঃ এই আপেল মোংলা বন্দর দিয়ে আমদানি করেন।

এরপর গত ১৯ডিসেম্বর মোংলা কাস্টমস ও উদ্ভিদ সংঘ নিরোধ অফিসের প্রতিনিধি এবং বন্দরের ট্রাফিক বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে পণ্যের চালানটির কায়িক পরীক্ষা সম্পন্ন করে। পরে বৃহস্পতিবার বিকেলে আপেলের চালানটি খালাস করা হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মোঃ মাকরুজ্জামান জানান, আমদানিকৃত হিমায়িত ফল ডেলিভারির সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী উপস্থিত থেকে অংশীজনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোঃ আসাদুজ্জামান, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. একে আনিসুজ্জামান, পরিচালক (ট্রাফিক) কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী, কাস্টমস কর্তপক্ষের প্রতিনিধি ও আমদানিকারকেরা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের চাবিকাঠি স্বপ্নের ‘পদ্মা সেতু’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর যোগাযোগ ব্যাবস্থা, ব্যবসা-বাণিজ্য তথা সার্বিক অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক সুফল হচ্ছে। এর আগে ফেরি থাকার কারণে ব্যবসায়ীরা ভোগান্তির জন্য মোংলা বন্দর ব্যবহার করতে চাইতেন না। এখন যেহেতু ঢাকা ও মোংলার মধ্যে কোনো ফেরি নাই, তাই পদ্মা সেতু হয়ে সরাসরি মোংলা বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি করতে ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে। স্বল্প সময়ে জাহাজ হ্যান্ডলিং, জেটি অভ্যন্তরে কন্টেইনার স্টাফিং সুবিধা, পর্যাপ্ত ইকুইপমেন্ট সুবিধা ও নিরাপদ বন্দর হওয়ায় ব্যবসায়ীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে মোংলা বন্দর।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন