হোম অন্যান্যসারাদেশ মোংলা-খুলনা মহাসড়কে ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :

মোংলা-খুলনা মহাসড়কের বেলাই ব্রিজ ও তেঁতুলিয়া ব্রিজের মাঝামাঝি জায়গায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ আরবেজ আলী ও প্রত্যক্ষদর্শী মোংলার প্রাইভেট কার ড্রাইভার মোঃ সোলায়মান জানান, বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের রামপাল এলাকার বেলাই ব্রিজ ও তেঁতুলিয়া ব্রিজের মাঝামাঝি এলাকার ডেলটা এলপিজি ফ্যাক্টরীর সামনে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে মোংলা থেকে খুলনাগামী একটি ট্রাক মোংলাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন আরোহী মারা যান। ট্রাক চাপায় তিনজনের লাশ ক্ষতবিক্ষত/ছিন্নভিন্ন হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে কাটাখালী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ঘটনার পর থেকে ততক্ষণ পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়।

বাগেরহাটের রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম বলেন, নিহতরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার শংকরনগরের বাসিন্দা বাশারের ছেলে এনামুল (২৬), বেলাই ব্রিজ এলাকার মোতাচ্ছেরের ছেলে আরিফ (২৭) ও ফকিরহাট উপজেলার লকপুর এলাকার শুক্কুরের ছেলে সাইদুল (১২)। এ তিনজনই বেলাই এলাকায় একটি চিংড়ি ঘেরের কর্মচারী ছিলেন। রামপালের ফয়লা বাজার থেকে ঘেরে যাওয়ার পথে অজ্ঞাত ট্রাক চাপায় মোটরসাইকেলে থাকা এ তিন আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি আশরাফুল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন