মোংলা প্রতিনিধি:
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র অবিলম্বে বন্ধ করতে হবে। যদি অবিলম্বে বন্ধ করা না হয় তাহলে বুঝতে হবে এ সরকার সুন্দরবন রক্ষায় আন্তরিক নয়। বুধবার দুপুরে মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপকূলের প্রাণ-প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখায় সবুজ সাথী সম্মাননা প্রদাণ উপলক্ষে আয়োজিত পরিবেশ সমাবেশে একথা বলেন, ধরা’র (ধরিত্রী রক্ষায় আমরা) সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারী শরীফ জামিল। তিনি আরো বলেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র পশুর নদীর দূষণ ও মৎস্য সম্পদ এবং জনস্বাস্থ্যের ক্ষতি করছে। ব্যাপক ক্ষতি করছে সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাণ-প্রকৃতির। তাই এটি বন্ধে সরকারের কাছে আবারো আহবাণ জানাচ্ছি।
এ পরিবেশ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে,এম রব্বানী, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সদস্য খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জেল সোহেল, সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, মোংলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম ও বৃক্ষপ্রেমিক সবুজ অভিভাবক সুভাষ চন্দ্র বিশ্বাস।
এই পরিবেশ সমাবেশে এ বছর বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে মোংলায় সবুজ সাথী সম্মাননা প্রদান করা হয় মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে,এম রব্বানীকে।