বিনোদন ডেস্ক :
‘তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি।’ গানটি মনে করিয়ে দেয় চলচ্চিত্র জগতের নব্বই দশকের দর্শকনন্দিত জুটি নাঈম-শাবনাজের কথা। কে জানত সেই গানের প্রেমিকযুগলই একদিন বাস্তবে ঘর বাঁধবে! ১৯৯৪ সালের ৫ অক্টোবর ভালোবেসে ঘর বাঁধেন তারা।
আর দিব্যি ভালোবেসে কাটিয়ে দিলেন ২৭ বছর। সাফল্যের চূড়ায় থাকতেই এ জুটি চলচ্চিত্র থেকে দূরে সরে যান। এখন সংসার নিয়েই ব্যস্ত তারা। এ দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তারা।
নাঈম-শাবনাজের একটি ফেসবুক পেজ রয়েছে। বিভিন্ন সময় নিজেদের সুখ-আনন্দের খবর সেখান থেকে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন দুজন। এ দম্পতির ছোট মেয়ের নাম মাহাদিয়া নাঈম। তিনি গান গাইতে ভালোবাসেন। মাঝেমধ্যেই বাদ্যযন্ত্র নিয়ে গাইতে বসে যান। বৃহস্পতিবার একটি গানের ভিডিও শেয়ার করেছেন মাহাদিয়া। মজার ব্যাপার হলো, সেই গানে তবলা বাজিয়েছেন নাঈম। নাঈম চলচ্চিত্রে আসার আগে গান করতেন। কয়েকটি ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। তবে গানে ক্যারিয়ার গড়েননি। থিতু হন সিনেমায়।
নাঈম ও তার মেয়ে মাহাদিয়ার গানটির ভিউ ১৮ ঘণ্টায় ৩ লাখ ছাড়িয়েছে। শত শত মন্তব্যে ভক্তরা ভালোবাসা জানিয়েছেন। বাবা-মেয়ের অনিন্দ্য সুন্দর এ মুহূর্ত মুগ্ধ করেছে সবাইকে। ১৯৯১ সালের ৪ অক্টোবর এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দেশীয় চলচ্চিত্রে নাঈম-শাবনাজ জুটির অভিষেক হয়। শুরুতেই বাজিমাত করেন তারা।
ঢালিউডে নতুন রোমান্টিক জুটি হিসেবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। এরপর একে একে এই জুটি দর্শককে উপহার দেয় ‘দিল’, ‘সোনিয়া’, ‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’, ‘অনুতপ্ত’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’, ‘জিদ’সহ আরও বেশ কয়েকটি চলচ্চিত্র। সর্বশেষ ‘ঘরে ঘরে যুদ্ধ’ চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করেছিলেন নাঈম-শাবনাজ।