স্পোর্টস ডেস্ক:
খুব অল্প সময়ের মধ্যেই ইন্টার মায়ামির প্রাণভোমরা হয়ে উঠেছেন লিওনেল মেসি। কালে-ভদ্রে জয়ের দেখা পাওয়া দলটা তার উপস্থিতিতে এখন নিয়মিতই সাফল্যের দেখা পাচ্ছে। তবে সমর্থকদের জন্য দুঃসংবাদ, চলতি মেজর লিগ সকারের (এমএলএস) তিন ম্যাচে তাকে পাবে না মায়ামি।
দীর্ঘ অপেক্ষার পর রোববার (২৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের এমএলএসে অভিষেক হয়েছে মেসির। আর্জেন্টাইন তারকা অবশ্য শুরুর একাদশে ছিলেন না। মাঠে নেমেছেন ৬০ মিনিটে। ৮৯ মিনিটে তার গোলে নিউ ইয়র্ক রেড বুলসকে ২-০ গোলে হারিয়েছে মায়ামি।
দীর্ঘ ১১ ম্যাচ জয়হীন থাকার পর আর্জেন্টাইন তারকার উপস্থিতিতে জয়ের দেখা পেয়েছে ক্লাবটি। অবশ্য বিশ্বকাপজয়ী তারকা মায়ামির জার্সি গায়ে জড়ানোর পর থেকেই নিয়মিত জয় পেয়ে যাচ্ছে ক্লাবটি। যুক্তরাষ্ট্র ও কানাডার পরাশক্তি ক্লাবগুলোকে হারিয়ে লিগস কাপ জয়ের পর তারা পা রেখেছে ইউএস কাপের ফাইনালেও।
কিন্তু সমর্থকদের জন্য দুঃসংবাদ, মেজর লিগ সকারে চলতি মৌসুমের তিন ম্যাচে তাকে পাচ্ছে না মায়ামি। আগামী মাস থেকে শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। ৮ সেপ্টেম্বর ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরের ম্যাচ বলিভিয়ার বিপক্ষে ১৩ সেপ্টেম্বর। অক্টোবরেও বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে তিন বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফিফার অনুমোদিত এসব ম্যাচে অন্য লিগগুলো আন্তর্জাতিক বিরতিতে গেলেও চলবে এমএলএসের খেলা। জাতীয় দলের ক্যাম্পে যুক্ত হবেন বলে এসময় মায়ামির তিন ম্যাচে খেলতে পারবেন না মেসি।
বিষয়টি রোববার নিশ্চিত করেছেন মায়ামির কোচ টাটা মার্টিনো। অভিষেক ম্যাচে মেসিকে ৬০ মিনিট পর নামানোর প্রসঙ্গে টানতে গিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের এ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। কারণ জাতীয় দলে যোগ দেয়ার কারণে মেসি থাকবে না। এ বছর অন্তত তিনটি ম্যাচে খেলতে পারবে না। পরের বছরও তাই। তাই ও দলে না থাকলেও যাতে ভারসাম্য বজায় থাকে সেই চেষ্টা আমরা করব।’