খেলার সংলাপ :
২০২৩-২৪ মৌসুমে পিএসজির টিকিট নবায়নের এক ভিডিওতে লিওনেল মেসি ও নেইমারকে না রাখায় তীব্র সমালোচনার শিকার হচ্ছে পিএসজি। এমন ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কিলিয়ান এমবাপ্পে। ক্লাবকে শুধুমাত্র এমবাপ্পে কেন্দ্রিক হিসেবে প্রতিষ্ঠা না করার পরামর্শ এই ফরাসি তারকার। এদিকে, এমবাপ্পের এমন প্রতিবাদকে ক্লাবের প্রতি অসম্মানজনক বলে সমালোচনা করেছেন ১৯৯৮ এর ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার ক্রিস্টোফ দুগারি।
একটা থমথমে অবস্থা বিরাজ করছে পিএসজি শিবিরে। মাঠের খেলায় নিজেদের মেলে ধরতে পারছেন না আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি কিংবা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, লিগে একের পর এক ম্যাচ হার; সবকিছু মিলে নাজেহাল অবস্থায় পিএসজি। প্যারিসিয়ানদের সামনে এখন শুধু মাত্র লিগ ওয়ানের শিরোপা জয়ের স্বপ্ন। এরই মধ্যে দলের প্রচারণার জন্য একটিও ভিডিও বানানো হয়েছে। যেখানে নেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মেসি কিংবা নেইমার। যা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
এদিকে ক্লাবের এমন ভিডিওতে মেসিকে না রাখাতে, পিএসজিতে মেসির ভবিষ্যত নিয়ে আবারো মেলেছে ডালপালা।