খেলাধূলা ডেস্ক:
এশিয়া সফরে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়ার পর এবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে ইন্দোনেশিয়ার চ্যালেঞ্জ। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হওয়ায় দলের সেরা তারকাদের ওয়ার্কলোড কমাতে এই ম্যাচের আগে ছুটি দিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। তাই দুই সেরা তারকা লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছেন তিনি।
সোমবার (১৯ জুন) ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এই ম্যাচে আর্জেন্টিনা দলে নেই অধিনায়ক লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকলাস ওতামেন্ডিরা। দল থেকে ছুটি পেয়ে এরই মধ্যে এশিয়া সফর সংক্ষিপ্ত করে এই তিন তারকা পাড়ি জমিয়েছেন স্পেনের বার্সেলোনায়। সেখানে বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ লুইস সুয়ারেজের রেস্তরাঁয় তাদের পানাহার করার ছবিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এখন প্রশ্ন জেগেছে, আক্রমণভাগের দুই সেরা তারকা মেসি ও ডি মারিয়ার জায়গায় কাদের খেলাবেন কোচ স্ক্যালোনি?
জাকার্তায় ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে স্ক্যালোনি স্বীকার করে নিয়েছেন মেসির বিকল্প খুঁজে পাওয়া অসম্ভব। তবে তিনি এটাও বলেছেন, জাতীয় দল যে কোনো খেলোয়াড়ের উর্ধ্বে। তাই যারা সুযোগ পাবেন তারা খেলাটা উপভোগ করবেন এবং সেরা খেলাটা উপহার দেবেন।
মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, ইন্দোনেশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকতে পারেন দুই তরুণ তারকা হুলিয়েন আলভারেজ ও আলেহান্দ্রো গারনাচো। কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার হারের পর লাউতারো মার্টিনেজের বদলে সেরা একাদশে জায়গা পেয়ে দারুণ পারফর্ম করেন আলভারেজ। ৪ গোল করে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে রাখেন বড় অবদান।
ক্লাবের হয়েও মৌসুমটা দারুণ কেটেছে আলভারেজের। ম্যানচেস্টার সিটির হয়ে চলতি মৌসুমে বেশিরভাগ ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নেমেও করেছেন ১৭ গোল। জিতেছেন ট্রেবল। খেলতে পারেন আক্রমণভাগের যে কোনো জায়গায়। মেসির বিদায়ের পর তাকেই আর্জেন্টিনার ভবিষ্যৎ মনে করা হচ্ছে। তাই আগামীকাল মেসির জায়গায় তার খেলাটা মোটামুটি নিশ্চিত।
মেসির জায়গায় যেমন আলভারেজ খেলতে পারেন, তেমনই উইংয়ে ডি মারিয়ার জায়গাটা নিতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ উইঙ্গার আলেহান্দ্রো গারনাচো। চলতি মৌসুমে ক্লাবের সিনিয়র দলে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন। ক্লাবটিতে ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে তাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেকের স্বাদ পেয়েছেন গারনাচো। এখন অপেক্ষা করছেন প্রথম একাদশে জায়গা করে নেওয়ার। এই ম্যাচ দিয়েই পেয়ে যেতে পারেন সেই সুযোগ।
তবে শুধু এই দুজনই নয়, এই ম্যাচে আর্জেন্টিনা দলে আসতে পারে ব্যাপক অদলবদল। স্কোয়াডে থাকা আরও অনেকেই পেতে পারেন প্রথম একাদশে খেলার সুযোগ। কোচ স্ক্যালোনি এরই মধ্যে নিশ্চিত করেছেন প্রথম ম্যাচের একাদশে সাত থেকে আটটি পরিবর্তন আসতে পারে।