রাজনীতি ডেস্ক:
জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনের নৌকার প্রার্থী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে নিয়ে আওয়ামী লীগের মতবিনিময় সভা হয়েছে। এ সময় মেননের কর্মী সমর্থকদের সঙ্গে বর্তমান সংসদ সদস্য শাহে আলম তালুকদারের সমর্থকদের সংঘর্ষ হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংঘর্ষ ঘটে। এ সময় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও চেয়ার ছোড়াছুড়িও হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে ঘটনাটি তুচ্ছ বলে দাবি উপজেলা আওয়ামী লীগের।
খোঁজ নিয়ে জানা যায়, বিকেলে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় যোগ দেন বরিশাল-২ আসনের নৌকার প্রার্থী রাশেদ খান মেনন। এ সময় তার সমর্থকদের সঙ্গে তর্কে জড়ান আসনটির বর্তমান সংসদ সদস্য শাহে আলমের অনুসারীরা। একপর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মতবিনিময় সভা শেষ করে নির্বাচনী প্রচারণা শুরু করেন নৌকার প্রার্থী রাশেদ খান মেনন। এবারের নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ণ দাবি করে সবাইকে এক হয়ে নৌকাকে বিজয়ী করার আহবানও জানান তিনি।
উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল হুদার নেতৃত্বে কয়েকজন যুবক দলীয় সভা বানচালের চেষ্টা করলে প্রতিহত করা হয়।
বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক বলেন, কিছু নেশাখোর ছেলেপেলে আওয়ামী লীগের সভায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। নেতাকর্মীরা তাদের প্রতিহত করেছে। দলের মধ্যে যারা বিশৃঙ্খলা করবে তাদের ছাড় দেয়া হবে না।
তবে অভিযোগ অস্বীকার করেন বর্তমান সংসদ সদস্য শাহে আলমের অনুসারীরা। তাদের দাবি, অতর্কিত হামলা হয়েছে তাদের ওপর। এ ঘটনায় তাদের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।
বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল হুদা বলেন, দলীয় কার্যালয়ে নৌকার প্রার্থী আসার খবর শুনে নেতাকর্মীদের নিয়ে যাই। সেখানে এক পর্যায়ে হাতাহাতি হয়। দলীয় কার্যালয় থেকে আমাদের বের করে দেয়া হয়। কী কারণে এমনটা হয়েছে, যারা করেছে তারাই বলতে পারবে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম সময় সংবাদকে বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে।