হোম আন্তর্জাতিক মেক্সিকোতে দুর্বৃত্তের গুলিতে ১৩ পুলিশসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক:

মেক্সিকোর একটি নিরাপত্তা চৌকিতে দুর্বৃত্তের হামলায় ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

সোমবার (২৩ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরোতে এ ঘটনা ঘটেছে।

গুয়েরোতে রাজ্যের প্রসিকিউটর আলেজান্দ্রো হার্নান্দেজ বলেছেন, অজ্ঞাত হামলাকারীরা কয়ুকা দে বেনিতেজের পৌরসভার একটি নিরাপত্তা টহলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

তিনি আরও বলেন, কী কারণে এই হামলা হয়েছে তা এখনও জানা যায়নি। হত্যাকাণ্ডের উদ্দেশ্য জানার জন্য তদন্ত করা হচ্ছে।

এএফপির প্রতিবেদনে জানা গেছে, নিহতদের মধ্যে স্থানীয় একটি শহরের নিরাপত্তা প্রধানও রয়েছেন। মূলত মাদকবিরোধী টহল দেয়ার সময় অস্ত্রধারীরা আচমকা গুলি চালিয়ে পুলিশ কর্মকর্তাদের হত্যা করে।

গত কয়েক বছর মেক্সিকোয় সন্ত্রাসী হামলা কয়েকগুণ বেড়েছে। মাদকবিরোধী অভিযান কেন্দ্র করে প্রায়ই গোলাগুলি ও হামলার ঘটনায় প্রাণহানি বাড়ছে। ২০০৬ সাল থেকে দেশটির সরকারের চলমান মাদকবিরোধী অভিযান শুরু হয়। ওই সময় থেকে এ পর্যন্ত ৪ লাখ ২০ হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন