হোম জাতীয় মূল্যস্ফীতির চাপে কমেছে সাধারণ মানুষের আয়

মূল্যস্ফীতির চাপে কমেছে সাধারণ মানুষের আয়

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

অনলাইন ডেস্ক:
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার আগে থেকেই নিয়ন্ত্রণের বাইরে দেশে নিত্যপণ্যের বাজার। উচ্চ মূল্যস্ফীতির চাপে কমে গেছে প্রকৃত আয়। ফলে অস্বস্তিতে ভুগছে নিম্নআয়ের মানুষ।

সংকট নিরসনে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও কমেনি বাজারের উত্তাপ। বাজার স্থিতিশীল করতে আমদানিকৃত পণ্যের শুল্ক-কর কমানো, মার্জিন তুলে দেওয়া, বাজারে অভিযান চালানোর মতো বিষয়গুলো অগ্রাধিকার পেলেও নিয়ন্ত্রণ করা যায়নি বাজার।

বাজারে টাকার প্রবাহ কমাতে কয়েক মাসের মধ্যে একাধিকবার নীতি সুদহার বাড়ানো হলেও আবার টাকা ছাপিয়ে উসকে দেওয়া হয়েছে মূল্যস্ফীতি। অন্যদিকে উচ্চ সুদহারের চাপে নাকাল ব্যবসায়ীরা।

সংশ্লিষ্টরা বলছেন, যারা বাজারের প্রধান অংশীজন সেই ব্যবসায়ীদের সরকার গুরুত্ব না দেওয়ায় উল্টো ফল হচ্ছে। সংকট উত্তরণে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সরকার সংলাপ করলেও এখনো ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করেনি।

এ পরিস্থিতিতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করলে সমাধানের পথ সহজ হবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। তাদের মতে, বাজার ব্যবস্থাপনায় গলদের পাশাপাশি শিল্পে নিরাপত্তাহীনতা, সরবরাহ ব্যবস্থায় সমস্যা, ডলার সংকট, আমদানি-রফতানির বেহাল দশায় সংকট আরো ঘনীভূত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন