বাণিজ্য ডেস্ক:
মূল্যস্ফীতি ছাড়া দেশের অর্থনীতিতে তেমন কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার।
রোববার (১০ ডিসেম্বর) আগারগাঁওয়ের রাজস্ব ভবনের মাল্টিপারপাস হলে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন অর্থসচিব।
তিনি বলেন, মূল্যস্ফীতি ছাড়া দেশের অর্থনীতিতে তেমন কোনো সমস্যা নেই। তবে মূল্যস্ফীতি কমাতে পদক্ষেপ নেয়া হয়েছে, যার ফল আগামী বছর পাবে দেশের মানুষ।
দেশের অর্থনীতি ভালো রাখতে নানা উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে খায়েরুজ্জামান মজুমদার আরও বলেন, করোনা ও যুদ্ধের ধকল কাটিয়ে বিশ্বের যে কয়টি দেশের অর্থনীতি ভালো আছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম।
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘ব্যবসা সহজীকরণ এবং করদাতাদের সুবিধা দিতে হলে অটোমেশন করতে হবে। আমরা সেটা শুরু করেছি।’
রহমাতুল মুনিম রাজস্ব আহরণের ক্ষেত্রে ভারতের উদাহরণ টেনে আরও বলেন, ‘মোট রাজস্বের অধিকাংশই দেয় দেশটির হাতে গোনা কয়েকটি বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। এনবিআরও দেশের রাজস্ব বাড়াতে করের আওতা সম্প্রসারণে কাজ করছে। তবে বাংলাদেশে ব্যক্তি খাত থেকে রাজস্ব আহরণের সংস্কৃতি খুব বেশি দিনের নয়। তাই রাজস্ব বাড়াতে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানকেই এগিয়ে আসতে হবে।’
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের ক্ষেত্রে কাস্টমস ডিউটি কমানোর কথা বলে। এটার সঙ্গে জনগণের সরাসরি সম্পর্ক রয়েছে। এছাড়া শিল্পায়নের স্বার্থে কর অব্যাহতির কথাও বলা হয়। বাণিজ্যে বিকাশ চাই। ব্যবসায়ীদের সক্ষমতা বাড়াতে চাই।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, এনবিআর সদস্য ড. মো. সহিদুল ইসলাম ও ড. শামসুদ্দীন আহমেদ প্রমুখ।