ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে আসন্ন ৭নং মূলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এ্যাড. হিটলার গোলদারের পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়।
রবিবার (০৭ নভেম্বর) বিকাল ৫টায় কলকলিয়া জিসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে পথসভা অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মিছিলে মিছিলে মূখরিত হয়ে ওঠে পথসভার মাঠ।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আ. রাজ্জাক, শেখ মোস্তাহিদ সুজা, সৈয়দ আলতাফ হোসেন টিপু, যুগ্ম সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, ফকির কওসার আলী, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মো.কামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, মো. ইউনুস আলী শেখ, এমডি সেলিম রেজা, মো. জাহিদুল ইসলাম মোড়ল, সরদার আমিনুর রশিদ মুক্তি, মো. ফারুকুল ইসলাম ওমর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মূলঘর ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি শেখ মো. আবু বকর। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়মী লীগের সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই ভক্ত। এসময় বিভিন্ন জনপ্রতিনিধি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।