হোম অন্যান্যসারাদেশ মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা পরিদর্শনে জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি

দেবহাটা প্রতিনিধি :

দেবহাটার পারুলিয়া রাধা গোবিন্দ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় মন্দিরটি পরিদর্শন করেছেন জেলা পূজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দরা। সোমবার বিকালে জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের নের্তৃত্বে কমিটির নেতাকর্মীরা মন্দিরটি পরিদর্শন করেন।

এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নয়ন সানা, নির্মল দাশ, উপজেলা কমিটির নিত্যনন্দ ঘোষ, বাসুদেব মন্ডল, উত্তম কুমার ধাড়া, পারুলিয়ার ইউপি সদস্য অসীম ঘোষ, রাধা গোবিন্দ মন্দিরের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুকুমার মিস্ত্রিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে এমন দুঃসাহসিক চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তাছাড়া বৃটিশ শাসনামলে নির্মিত দেব দেবীর দুষ্প্রাপ্য পিতলের মূর্তি, প্রতিমার দেহের গহনা, দানবাক্সের অর্থ চুরির এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নেয়ার পাশাপাশি চুরি যাওয়া মালামাল দ্রুত সময়ের মধ্যে উদ্ধারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন