হোম খেলাধুলা মুস্তাফিজবিহীন দিল্লি জিতল টস, ব্যাটিংয়ে চেন্নাই

খেলাধূলা ডেস্ক :

আইপিএলের ৫৫তম ম্যাচে মুখোমুখি হচ্ছে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিট্যালস ও চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রোববার (৮ মে) টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিট্যালস। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে মুস্তাফিজদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিটি ম্যাচই। অন্যদিকে পয়েন্ট তালিকার তলানিতে থাকা চেন্নাইয়ের প্লে-অফের আশা বলতে গেলে এখন শুধুই কাগজে কলমে। তবুও বাকি ম্যাচগুলতে জিতে সম্ভাবনা টিকিয়ে রাখতে চায় ধোনির দল।

আইপিএলে নিজেদের ১১তম ম্যাচে টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন দিল্লি অধিনায়ক রিশভ পান্ত। দিল্লির একাদশে নেই মুস্তাফিজুর রহমান। তার জায়গায় দলে আছেন দক্ষিণ আফ্রিকান পেসার এনরিখ নরখিয়া।

আজকের ম্যাচের আগে আবার দুঃসংবাদ পেয়েছে দিল্লি। দলে আবার হানা দিয়েছে করোনা ভাইরাস। সবশেষ পরীক্ষায় পজিটিভ হয়েছেন দলের একজন সদস্য। রোববার (৮ মে) বিসিসিআই ও দিল্লি ফ্র্যাঞ্জাইজি এ তথ্য জানিয়েছে।

করোনা ভাইরাসে কয়েক দফা পর্যদুস্ত হলেও মাঠের খেলায় দিল্লি এখনও ভালোভাবেই টিকে আছে প্লে-অফের লড়াইয়ে। ১০ ম্যাচের ৫টিতে জয় পাওয়া দিল্লি আছে পয়েন্ট তালিকার পঞ্চম অবস্থানে। সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে দিল্লি, হেরেছে বাকি দুই ম্যাচে।

এদিকে দিল্লির একাদশে ক্রমে নড়বড়ে হয়ে আসছে একমাত্র বাংলাদেশি হিসেবে আইপিএলের এ আসরে সুযোগ পাওয়া মুস্তাফিজুর রহমানের জায়গা। ভালো শুরুর পরেও তিনি ধরে রাখতে পারেননি পারফরম্যান্স। পাওয়ারপ্লেতে দুর্দান্ত বোলিং করলেও মুস্তাফিজ স্লগ ওভারে রান দিয়েছেন মুক্তহস্তে। অন্যদিকে উইকেট শিকারেও পিছিয়ে দ্য ফিজ। তাই দিল্লি আস্থা রাখছে এনরিখ নরখিয়ায়। তাই দল থেকে বাদ পড়েছেন মুস্তাফিজ।

দিল্লি যখন প্লে-অফে জায়গা করে নেওয়ার লড়াই করছে তখন প্লে-অফের আশা অনেকটাই ফিকে হয়ে গেছে গত আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের। টানা হারে শুরুতেই ব্যাকফুটে চলে যাওয়া চেন্নাই ১০ ম্যাচে জয় পেয়েছে মাত্র তিনটিতে। পয়েন্ট তালিকার ৯ নম্বরে থাকা দলটির প্লেঅফে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, যদিও কাগজে কলমে ক্ষীণ একটা সম্ভাবনা এখনও আছে। তাই মহেন্দ্র সিং ধোনির দলের লক্ষ্য আপাতত বাকি চার ম্যাচে জয় তুলে নেওয়া।

দুদলের একাদশ:

দিল্লী ক্যাপিটালস
শ্রীকর ভারত, ডেভিড ওয়ার্নার, রিশভ পান্ত (অধিনায়ক ও উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, রিপাল প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, এনরিখ নরখিয়া ও খলিল আহমেদ।

চেন্নাই সুপার কিংস
রুতুরাজ গাইকোয়াড়, ডেভন কনওয়ে, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু, মঈন আলী, শিভম দুবে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডোয়াইন প্রিটোরিয়াস, সিমারজিত সিং, মাহিশ থিকশানা ও মুকেশ চৌধুরী।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন