জাতীয় ডেস্ক :
রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষে দোকান কর্মচারী মুরসালিন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ জুন দিন ধার্য করেছেন আদালত।
শুক্রবার (২২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম মামলার এজাহার গ্রহণ করে এ দিন ধার্য করেন।
মুরসালিনের মৃত্যুর ঘটনায় তার বড় ভাই নুর মোহাম্মদ বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে হত্যা মামলা করেন। এতে অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হচ্ছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নিউমার্কেট জোনের পুলিশের অতিরিক্ত কমিশনার শাহেন শাহ।
সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে দুই দোকানির মধ্যে বিবাদ থেকে সূত্রপাত হয় ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ। মঙ্গলবার (১৯ এপ্রিল) রণক্ষেত্রে পরিণত হয় নিউমার্কেট এলাকা।
স্বজনরা জানান, নিউমার্কেট ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের দ্বিতীয় দিন মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে দোকান থেকে নামাজ পড়তে বের হন মুরসালিন। এরপর খবর আসে নূরজাহান মার্কেটের সামনে ইটের আঘাতে আহত হন দুই সন্তানের এই জনক। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে নেওয়া হয় আইসিইউতে। সেখানেই জীবনযুদ্ধে হেরে যান তিনি, বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় তার।
সংঘর্ষের এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাহিদ হাসান নামে আরও একজন। স্বজনরা জানান, ঘটনার দিন কামরাঙ্গীরচরের বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাচ্ছিলেন নাহিদ। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন তিনি।