হোম অন্যান্যসারাদেশ মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ

নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় মুরগি চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

শুক্রবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে দক্ষিণ খুরমা ইউনিয়নের দরারপাড় ও দেওগাঁও গ্রামের লোকজন এ ঘটনায় জড়িয়ে পড়ে।

ছাতক থানার ওসি সফিকুল ইসলাম খান জানান, দরারপাড় গ্রামের আবু বক্করের বাড়ি থেকে মুরগি চুরির অভিযোগ ওঠে পাশের দেওগাঁও গ্রামের যুবক নাহিদ মিয়ার বিরুদ্ধে। রাতে এ নিয়ে আবু বক্কর নাহিদের বাড়িতে গেলে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

ওসি আরও বলেন, এ সময় নাহিদের লোকজন আবু বক্করকে আটকে রাখে। বিষয়টি ছড়িয়ে পড়লে দরারপাড় গ্রামবাসী নাহিদদের বাড়ির দিকে এগোলে দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন