হোম খেলাধুলা মুমিনুলের ছবি নিয়ে হাথুরুসিংহের কৌতুক!

খেলাধূলা ডেস্ক :

একনজর ছবিটার দিকে তাকালে মনে হবে যেন গালিবার দাঁড়িয়ে আছে ছোট লিলিপুটের সামনে। গল্পের গালিবারের মতোই কাইলে জেমিসন হয়তো বোঝার চেষ্টা করছেন কোথায় এসে পড়লাম! আর মুমিনুলের অবাক দৃষ্টি হয়তো বলছে, দৈত্যের সামনে এসে পড়লাম নাকি!

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটা ছড়িয়ে পড়ার পরই শুরু হয় নানাবিদ চর্চা। হাস্যরস যেমন জন্ম দিয়েছে এই ছবি, তেমনি অসম্ভবের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর এক অবয়ব মুমিনুলের সামনে খোঁজার চেষ্টা করছেন অনেকে। মানুষের এসব বিচিত্র চিন্তার কারণেই হয়তো ছবিটি অল্প সময়ে ছড়িয়ে পড়ে দেশ-বিদেশে।

ভাইরাল এই ছবি চোখ এড়ায়নি টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেরও। শেষ দিকে হাথুরুর সঙ্গে সম্পর্কটা ভালো যায়নি মুমিনুলের। ছবিটা নিয়ে মজা করতে ছাড়েননি শ্রীলঙ্কান কোচ।

নিজেদের টুইটারে মুমিনুলকে ‘মিনি’ বলে সম্বোধন করেছেন হাথুরু। পরে জানতে চেয়েছেন, জেমি কি তাকে এড়িয়ে যেতে চেয়েছিল কিনা। উত্তরের খোঁজ না করে নিজেই একটা উত্তর দাঁড় করান হাথুরু। বুঝিয়েছেন মাউন্ট মঙ্গাউনুইয়ে মিনির পারফরম্যান্সের পর আর এড়িয়ে যাবে না কাইলে জেমিসন।

কৌতুক করতে করতে হয়তো নিজের ভুলটাও অকপটে স্বীকার করে নিয়েছেন অভিজ্ঞ এই কোচ। কারণ তার কোচিংয়ের শেষ দিকে যে মুমিনুলকে ছেঁটে ফেলতে চেয়েছিলেন হাথুরু। যদিও পরে বিসিবি মুমিনুলের হাতে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেয়। মিনিও জবাব দেন ডাবল সেঞ্চুরি করে। অনেকেই হয়তো ভাবছেন, পুরনো ঝামেলা হয়তো মিটিয়ে ফেলতে চাইছেন শ্রীলঙ্কান কোচ। কেননা ক্রিকেট পাড়ায় যে গুঞ্জন চলছে, আবার বিসিবির কোচ হতে পরেন লঙ্কান এই কোচ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন