অনলাইন ডেস্ক:
মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবিতে সামছুউদ্দিন বেপারী (৭০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টায় সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুরের ফুলহার লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।
নিহত সামছুউদ্দিন বেপারী ফুলহার গ্রামের মৃত তাহের আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রাজানগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. তৈয়ব আলী ও ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান রাসেল।
তারা জানান, সকাল ৬টায় সামছুউদ্দিন বেপারী গরুর ঘাসকাটার জন্য নিজের ডিঙি নৌকায় ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এ সময় খালি একটি বাল্কহেড ডিঙি নৌকা ওপর উঠিয়ে দেয়। এতে নৌকাটি পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হন সামছুউদ্দিন।
সিরাজদিখানের শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ মো.নাছির উদ্দিন জানান, নিখোঁজ ওই বৃদ্ধের সন্ধানে ফায়ার সার্ভিস কাজ করছে।