হোম রাজনীতি মুন্সীগঞ্জে আশ্রয়ণের ঘরে আগুন দিলো কারা?

রাজনীতি ডেস্ক:

মুন্সীগঞ্জের গজারিয়ায় মুজিববর্ষে দেয়া প্রধানমন্ত্রীর উপহারের ঘর আগুনে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার রাত ১১টার দিকে আশ্রয়ণ প্রকল্পের সুমি বেগমের ঘরের বারান্দায় তারা আগুন দেখতে পান। আশপাশে লোকজন থাকায় আগুন বেশি বাড়তে পারে নাই। স্থানীয়দের চেষ্টায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘরের মালিক সুমি বেগম বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরটির বারান্দার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে বলে দাবি তার।

এ বিষয়ে গজারিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘরটি রাস্তার পাশে, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে না কি, কোনো উৎস থেকে আগুন লেগেছে বিষয়টি আমরা খতিয়ে দেখব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন