হোম Uncategorized মুন্সিগঞ্জ বাজার সরকারি জায়গা দখল; বাধা দেওয়ায় নায়েবকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ

মুন্সিগঞ্জ বাজার সরকারি জায়গা দখল; বাধা দেওয়ায় নায়েবকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ

কর্তৃক
০ মন্তব্য 69 ভিউজ

ডেক্স রিপোর্ট,
উপকূলের মানুষ যখন করোনা প্রাদুর্ভাব ও আমফান ঝড়ের নদী ভাঙ্গন নিয়ে ব্যস্ত। সেই সুযোগে একদল সরকারি সম্পদ দখলকারী মেতে উঠেছে দখলদারিত্বে। দখল কারীরা অবলম্বন করছে বিভিন্ন পন্থা। শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাজারে আইন অমান্য করে অবৈধভাবে জোরপূর্বক প্রকাশ্যে দিনের বেলায় সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। কুলতলী গ্রামের মজার শেখের ছেলে নজরুল ইসলাম প্রভাবশালী হওয়ায় বহিরাগত ভাড়াটিয়াদের সঙ্গে নিয়ে বুধবার সকালে খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ কাজ শুরু করে। বিষয়টি শ্যামনগর সহকারি কমিশনার (ভূমি) বলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের নায়েব কে বলে দিয়েছি ব্যবস্থা নেবে। মুন্সিগঞ্জ ইউনিয়নের ভূমি কর্মকর্তা আইনুল হক কাজটা বন্ধ করার জন্য নিষেধ করলে ভাড়াটিয়াদের তোপের মুখে পড়েন এসময় দখলকারীরা নায়েবকে তাড়িয়ে দেয়া।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন