হোম জাতীয় মুখোমুখি দুই যাত্রীবাহী বাস, আহত ৩২

জাতীয় ডেস্ক :

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় যাত্রীবাহী দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৬ জুলাই) দুপুর ১টার মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় আল মোবারাকা ও বরিশাল এক্সপ্রেস নামের দুই যাত্রীবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এদিকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যারা ভর্তি হয়েছেন তাদের হাসপাতালের দ্বিতীয় তলায় সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গৌরনদী হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে ঘণ্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন