পিরোজপুর অফিস :
মুক্তিযোদ্ধার কাছে চাঁদা দাবি ও নির্মানাধীন ঘরের কাজ বন্ধ করে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা। আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল লতিফ হাওলাদার লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, তার পৈত্রিক সম্পত্তিতে বসত ঘর তুলতে গেলে তার প্রতিবেশী কা ন মুন্সির জামাই লোকমান হোসেন ও তার স্বজনরা মিলে তাকে বাঁধা দেয় এবং ভবন নির্মানের কাজ বন্ধ করার অপচেষ্টা চালায়। পরে তারা জমি দখলের চেষ্টা চালায়। এসবে তারা ব্যার্থ হয়ে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
এ বিষয়ে গত ৩০ মার্চ ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করি। চাঁদা না পেয়ে কা ন মুন্সি আদালতে একটি মামলা দায়ের করলে আদালতের নির্দেশে ভান্ডারিয়া থানা পুলিশ তার ভবন নির্মানের কাজ বন্ধ করে দেয়। বর্তমানে তার ক্রয়কৃত সিমেন্ট ও অন্যান্য মালামাল নষ্ট হয়ে যাচ্ছে।
শুধু মাত্র হয়রানি করার লক্ষ্যে কা ন গং মিথ্যা মামলা দিয়ে তার বাড়ি নির্মানের কাজ বন্ধ করে রেখেছে। ভবন নির্মান করতে গিয়ে তার বসত ঘরটি ভেঙ্গে ফেলায় পরিবার পরিজন নিয়ে একটি জড়াজীর্ণ কক্ষে মানবেতর জীবন যাপন করছেন। বর্তমানে কাজ করতে না পারলে আসন্ন বর্ষা মৌসুমে অন্যের বাড়িতে না হয় আশ্রয়ন কেন্দ্রে আশ্রয় নিতে হবে।