সৌরভ মন্ডল, দাকোপ :
খুলনার দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খানের বিরুদ্ধে প্রয়াত মুক্তিযোদ্ধা দুলাল কৃষ্ণ বিশ্বাসের বাড়িতে অতর্কিত হামলা, ভাঙচুর ও মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর শারীরিক লাঞ্চনার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মঙ্গলবার (৯ জুন) দাকোপ থানায় ছয়জনের নাম উল্লেখসহ আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে এজাহার দায়ের করেছেন মুক্তিযোদ্ধা দুলাল কৃষ্ণ বিশ্বাসের স্ত্রী মিনা বিশ্বাস। মামলায় আসামিদের বিরুদ্ধে তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে।
এদিকে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন দাকোপ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে বলা হয়েছে, গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে প্রয়াত মুক্তিযোদ্ধা দুলাল কৃষ্ণ বিশ্বাসের বাড়িতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খানের নির্দেশে জায়গাজমি দখল করার লক্ষে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মুক্তিযোদ্ধার স্ত্রীর মিনা বিশ্বাস গুরুতর আহত হয়। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি একান্ত জরুরী।
বিবৃতি-দাতারা হলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংরক্ষিত নারী-৩০ আসনের (খুলনা-বাগেরহাট) সাংসদ অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, সহসভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহ ফকির, রণজিৎ রায়, দীপঙ্কর রায়, সমারেশ চন্দ্র ঘরামী, সরোজিৎ রায়, সত্যেনন্দ্রনাথ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের,
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি গৌরপদ বাছাড়, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মিহির মণ্ডল, রজত কান্তি শীল, পৌর আওয়ামী লীগ সভাপিত সফিকুল ইসলাম আক্কেল, সাধারণ সম্পাদক ও পৌরমেয়র সনৎ কুমার বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক অধ্যাপক দুলাল রায়, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শিবপদ পোদ্দার, জেলা পরিষদ সদস্য কেএম কবির হোসেন, প্রচার সম্পাদক মানস মুকুল রায়,
আওয়ামী লীগ নেতা অধ্যাপক নারায়ণ চন্দ্র রায়, মোহিত লাল রায়, প্রভাষ চন্দ্র রায়, কনিকা বৈরাগী, সঞ্জীব রায়, গোলাম হোসেন, স্বপন সরকার, জ্যোতি শংকর রায়, অধ্যাপক সুপদ রায়, ক্ষিতীশ চন্দ্র রায়, সরোজিত রায় কুঞ্জ, মৃনাল মল্লিক, মাসুম আলী ফকির, অসিত মণ্ডল, হিমাংশু সরকার, অরবিন্দু রায়, নিত্যরঞ্জণ কবিরাজ, অপরাজিত রায় অপু, মির্জা সাইফুল ইসলাম টুটুল, সুদেব রায়, প্রদীপ সরকার, গৌরপদ মণ্ডল, ধ্রুব শংকর রায়, রাম মোহন মিস্ত্রী, দেব্রতনাথ মিস্ত্রী, সুব্রত বিশ্বাস, শুশংকর বাছাড়, বিনয় কৃষ্ণ সরদার প্রমুখ।