হোম খুলনাসাতক্ষীরা মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি

মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি

কর্তৃক Editor
০ মন্তব্য 48 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

“তথ্য হোক সত্য, গণমাধ্যম চাই মুক্ত” এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা ভ‚মিজ ফাউন্ডেশন এর আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে সাতক্ষীরা শহরের লেকভিউ কনভেনশন সেন্টার থেকে একটি র‌্যালি বের হয়ে একই স্থানে এসে আলোচনাসভায় মিলিত হয়।

ভ‚মিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহার সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, সিএসও হাব এর সভাপতি আনিছুর রহমানসহ আরো অনেকে। আলোচনাসভা সঞ্চালনায় করেন, ভ‚মিজ ফাউন্ডেশনের সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী অঞ্জন কুমার।

সাংবাদিকদের উপর সকল প্রকার নির্যাতন, নিপীড়ন ও হয়রানিমূলক মামলা বন্ধ করার আহবান জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকদের সুরক্ষা আইন করতে হবে। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করতে হবে। যে সকল সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, সে সব ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, ন্যায় বিচার ও মানবাধিকারের প্রশ্নে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থেকে স্বচ্ছভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন