হোম জাতীয় মিশরের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

জাতীয় ডেস্ক:

মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসির কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ। একই দিন আরও ১৯ দেশের রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করেন।

১৭ ডিসেম্বর ভোরে বিশেষ গাড়িতে মোটর শোভাযাত্রাসহ বাংলাদেশ হাউস থেকে প্রেসিডেন্সিয়াল প্যালেসে রাষ্ট্রদূত সামিনাকে নিয়ে যাওয়া হয়। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতায় প্রথমে বাংলাদেশের রাষ্ট্রদূতকে দুজন চেম্বারলিন প্রেসিডেন্সিয়াল প্যালেসের গার্ডেনে নিয়ে যান। সেখানে অর্কেস্ট্রা গার্ড কর্তৃক বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং রাষ্ট্রদূতকে গার্ড অব অনার দেয়া হয়।

পরে রাষ্ট্রদূত সামিনাকে মিশরের রাষ্ট্রপতির চেম্বারে নিয়ে যাওয়া হয়। এ সময় রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে সালাম দিয়ে শুভেচ্ছা জানান এবং নিজের পরিচয় জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির দেয়া পরিচয়পত্র মিশরের রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন। মিশরের রাষ্ট্রপতি রাষ্ট্রদূতের সঙ্গে করমর্দন করেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেয়ে আমি আনন্দিত। বাংলাদেশকে মিশরের ‘সিসটারলি কান্ট্রি’ বলে সম্বোধন করেন।

বাংলাদেশ ও মিশরের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রদূত সামিনা নাজ তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে রাষ্ট্রদূত সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন