হোম জাতীয় মির্জা ফখরুলের বক্তব্য নিরেট মিথ্যাচার: কাদের

জাতীয় ডেস্ক :

অব্যাহত ষড়যন্ত্রের অংশ হিসেবে পদ্মা সেতুর ভিত্তি স্থাপন নিয়ে আবারও মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি। এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তে নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণে বিএনপি নেতারা অন্তর্জ্বালায় ভুগছেন।

এদিকে, সীতাকুণ্ডের আগুনের ঘটনায় সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্বপ্নজয়ের বাকি আর মাত্র কয়েকটা দিন। নানা চড়াই-উতরাই পার করে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে চলতি মাসের ২৫ তারিখ।

ক্ষণ গণনার ঠিক সেসময় নতুন করে আলোচনায় সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রোববার দাবি করেন, সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপি নেতার এ বক্তব্যের কঠোর জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এ বক্তব্য কাল্পনিক এবং নিরেট মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। পদ্মা সেতু নিয়ে অব্যাহত ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি নেতারা অন্তর্দহনে দগ্ধ হচ্ছেন।

ওবায়দুল কাদের বলেন, এটাকে কি তিনি (মহাসচিব বিএনপি) স্বপ্নে পেলেন। বিএনপি ইদানিং অনেক দিবাস্বপ্ন দেখছে, এটিও সেই দিবাস্বপ্নের অংশ হতে পারে। মিথ্যাচার বিএনপির ধর্ম এটা সবারই জানা। দিনে দুপুরে নির্জলা মিথ্যাচারের এটি একটি নতুন রেকর্ড।

এদিকে, এ বিষয়ে কিছু না বললেও সোমবার দুপুরে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে, সীতাকুণ্ডের আগুনের ঘটনায় সরকারের ব্যর্থতাকে দায়ী করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, কতটা দায়িত্বজ্ঞানহীন হলে, কতটা অযোগ্যতা থাকলে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আবাসিক গ্যাসের দাম বাড়ার সমালোচনা করে বিএনপি মহাসচিব দাবি করেন, সরকার জনগণের পকেট কাটার ফন্দি করছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন