জাতীয় ডেস্ক :
রাজধানীর মিরপুরে ২টি আবাসিক ভবনের ৮০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তারা বলছে, প্রায় পাঁচ বছর ধরেই চলছিল অবৈধ এসব লাইন। তবে দায় এড়ানোর চেষ্টা করেন বাড়িটির মালিকপক্ষ।
নির্মাণ শেষে ২০১৫ সালে মিরপুর-২ এর ওয়াসা রোডের মাইকওয়ালা মসজিদ গলির ৪১৯ নম্বর বাসায় বসবাস শুরু করেন বাসিন্দারা। দশ তলা এ ভবনে আগে ৫টি গ্যাসের লাইন বৈধ থাকলেও পরে অবৈধভাবেই সংযোগ দেওয়া হয় ২৯টি ইউনিটের।
সোমবার (৩১ জানুয়ারি) অভিযানে গিয়ে লাইনগুলো বিচ্ছিন্ন করে তিতাস। কর্মকর্তা জানান, ৫টি লাইনের টাকা পরিশোধ থাকলেও বাকিগুলোর টাকা উঠিয়ে নিতেন মালিকরা।
তিতাস কর্মকর্তা আরও বলেন, এখানে বৈধ ছিল ৫টা, মোট লাইন ছিল ৩৪টা, প্রায় ৩০টা অবৈধ। ৫টি চুলার মধ্যে ৪টা ডবল ও একটি সিঙ্গেল ছিল।
এ বিষয়ে মালিকপক্ষ দায়চাপায় ডেভেলপার কোম্পানির ওপর। এড়িয়ে যান প্রতিমাসে গ্যাস বিল উঠানোর বিষয়টি।
পরে অভিযান চলে দক্ষিণ শেওড়াপাড়ার ১০২/৭ নম্বর রোজ গার্ডেন ভবনে। ১০তলা এ ভবনের ৫৪টি ইউনিটের মধ্যে ৪টি বৈধ হলেও ৫০টির লাইনই অবৈধ। বাসার সামনে রাখা সিলিন্ডার দেখিয়ে মালিকপক্ষের দাবি ৫৪টি ইউনিট চলে তিন সিলিন্ডারে।
বাড়িটির মালিক জানান, ৫৪টির মধ্যে ৪টা ছাড়া, ৫০টির ডিমান্ড নোটিশ পাস করে রাখা হয়েছে।
তিতাস কর্মকর্তা বলেন, ৫৪টা আমরা চুলা পেয়েছি, এর মধ্যে ৪টা পেয়েছি বৈধ, ৫০টি অবৈধ। মামলা করা হবে, কারণ তারা রাষ্ট্রের সম্পদ চুরে করে নিচ্ছে।
অবৈধ লাইন সংযোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় তিতাস কর্তৃপক্ষ।