হোম খেলাধুলা মিরপুরে অনুশীলন সারল নিউজিল্যান্ড দল

খেলাধুলা ডেস্ক :

তিন দিনের কোয়ারেন্টাইন শেষে, প্রথমবারের মতো মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন করলো নিউজিল্যান্ড ক্রিকেট দল। করোনার কারণে ফিন অ্যালেন না থাকলেও, উপস্থিত ছিলেন স্কোয়াডে থাকা বাকি সদস্যরা। পর্যবেক্ষক দলের সন্তুষ্টির পর মূল মাঠ এবং একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করেন কিউই ক্রিকেটাররা। প্রথম দিন ফিল্ডিং এবং স্কিল সেশনেই বেশি সময় পার করেছেন তারা।

ছুটির দিনের দুপুরে দারুণ ব্যস্ত মিরপুর। সড়ক পথে নিরাপত্তা কর্মীদের অতিরিক্ত বাড়াবাড়ি না থাকলেও, সব কিছুতে ছিল বাড়তি উত্তাপ। কারণ হোম অব ক্রিকেটে তখন উপস্থিত নিউজিল্যান্ড ক্রিকেট দলকে বহনকারী দুটি বাস। প্রথমেই কয়েকজন নেমে বুঝে নিলেন চারদিকের অবস্থা।

এরপর একে একে মূল মাঠে প্রবেশ করলেন সবাই। কিন্তু সেখানে বেশিক্ষণ সময়ক্ষেপণ করার অবস্থা নেই কিউইদের। তিন দিনের হোটেলবন্দী কোয়ারেন্টাইনে জং ধরেছে শরীরের কলকব্জায় প্রথমেই তাই ওয়ার্ম আপ আর ফিল্ডিং সেশনে ব্যস্ত সবাই।

এদিকে বাংলাদেশে এসে করোনা আক্রান্ত হন ফিন অ্যালেন। তার বদলি হিসেবে একজন পেসার যুক্ত হচ্ছেন নিউজিল্যান্ড দলে।

নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড বলেন, ‌‘হেনরি অবশ্যই ফিনের বদলি হতে পারে না। তবে আমাদের এ ছাড়া কোনো উপায়ও নেই। এ মুহূর্তে যে সময় আছে তাতে, তাকেই পাঠাতে হচ্ছে। ইংল্যান্ড থেকে কাউকে আনলে আমাদের কোয়ারেন্টাইনের ঝামেলায় পড়তে হতো। এর চেয়ে হেনরি ভালো বিকল্প। তার দুই ডোজ ভ্যাকসিনও দেওয়া আছে। এ ছাড়া সে আসলে দলে অনেক ভ্যারিয়েশনও আসবে।‌’

অনুশীলনের মাঝেই ঘুরে ঘুরে ঢেকে রাখা উইকেট এবং আশপাশের পিচগুলো দেখেছেন দলের সঙ্গে থাকা স্টাফরা। সেখানে তারা কী বুঝেছেন, তা জানা না গেলেও একাডেমি মাঠের নেট সেশনে দেখা গেলো মিডিয়াম পেসারদের আধিক্য। স্পিনাররা একটা নেটে হাত ঘুরালেও, স্লো বোলিংয়েই বেশি সময় কাটালেন কিউই ব্যাটাররা।

গ্যারি স্টেড আরও জানান, ‌‘আমরা জানি, কন্ডিশন এবং আবহাওয়া কিছুই আমাদের সঙ্গে মিলবে না। আশা করবো ছেলেরা দ্রুত মানিয়ে নেবে।
বায়োবাবলের অনেক বাধ্যবাধকতা আছে তাই আমি চাইবো স্কোয়াডের সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে খেলাতে। ওয়ার্ক লোডের বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে।‌’

এদিকে হেনরি আসলেও, দলের সঙ্গেই থাকবেন ফিন অ্যালেন। দুইবার নেগেটিভ আসলে যোগ দিতে পারবেন অনুশীলনে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন