হোম অন্যান্যসারাদেশ মিথ্যা ও কাল্পনিক গল্প সাজিয়ে ষড়যন্ত্র করার প্রতিবাদে তালা প্রেসক্লাবে আওয়ামী লীগ নেতাদের সংবাদ সম্মেলন

মিথ্যা ও কাল্পনিক গল্প সাজিয়ে ষড়যন্ত্র করার প্রতিবাদে তালা প্রেসক্লাবে আওয়ামী লীগ নেতাদের সংবাদ সম্মেলন

কর্তৃক
০ মন্তব্য 166 ভিউজ

তপন চক্রবর্তী ॥
সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেনকে নিয়ে মিথ্যা ও কাল্পনিক গল্প সাজিয়ে ষড়যন্ত্র করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। এসময় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীও জানানো হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে তালা প্রেসকøাবে এ সংবাদ সম্মেলন করেন সদর ইউনিয়নের ৩ নং (জেয়ালা নলতা) ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন আলী গাজী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে মিথ্যা ও কাল্পনিক গল্প সাজিয়ে তালা সদর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের হেনস্তা করতে ষড়যন্ত্রে নেমেছে একটি কুচক্রী মহল। উপজেলা প্রশাসন ও পুলিশের কাছে চাল সরানোর ভুল তথ্য দিয়ে স্থানীয় চেয়ারম্যানসহ কয়েকজন নেতা-কর্মীকে ফাঁদে ফেলে ফাঁসানোর চেষ্টা করে যাচ্ছে তারা। মিথ্যা-বানোয়াট তথ্য দিয়ে প্রশাসনকেও নানা ভাবে হয়রানি করছে মহলটি।
তিনি অভিযোগ করে বলেন, গত শনিবার (১৮ এপ্রিল) দুপুরের পর তালা সদর ইউনিয়নের ত্রাণের চাল রক্ষিত আছে, এমন অভিযোগের প্রেক্ষিতে তালা থানা পুলিশ ৩নং ওয়ার্ড জেয়ালা নলতা গ্রামের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম নিকারীসহ একই এলাকার যুবলীগ নেতা মোঃ আক্তার হোসেন, মোঃ রুহুল আমীন ও আসাদুল ইসলাম নিকারীর বাড়িতে তল্লাশি চালায়। কিন্তু সেখানে কোন কিছু না পেয়ে পুলিশ সদস্যরা ফিরে আসেন। এ কারণে দলীয় ওই সকল নেতা-কর্মীদের পারিবারিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে বলে দাবী করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, উক্ত মহলটি সরকারের ভাবমূর্তি ও এলাকার উন্নয়ন বাধাগ্রস্থ করতে মরিয়া হয়ে উঠেছে। গত ইউপি নির্বাচনে পরাজিত একটি পক্ষ দীর্ঘদিন ধরে তালা সদরের চেয়ারম্যান ও আওয়ামী লীগ-যুবলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে। বর্তমানে ষড়যন্ত্রকারীরা বিভিন্ন স্থানে চাল রেখে চেয়ারম্যানসহ দলীয় নেতা-কর্মীদের ফাঁসানোর জন্য মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপরোক্ত বিষয় সমূহ তদন্ত পূর্বক মিথ্যা তথ্যাদাতাসহ ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে তাদেরকে বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়। এসময় তালা সদর ইউনিয়নের সকল ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ ওয়ার্ড যুবলীগের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন