হোম অন্যান্যসারাদেশ মিঠামইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ১০

মিঠামইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ১০

কর্তৃক Editor
০ মন্তব্য 112 ভিউজ

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

আজ শনিবার বিকেল ৫টায় কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাঠখাল ইউনিয়নের হাজীপাড়া গ্রামে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। আহত ব্যক্তিরা হলো, গৃহকর্তা আবদুস সালামের স্ত্রী ছিপাই বেগম (৬২), কামাল মিয়া (৩২), জামাল মিয়া (২৭) ও আনু মিয়া (২৫) এবং সালামের মেয়ে তাছলিমা আক্তার (২০)। এ ছাড়া নাতি- নাতনির মঝে রয়েছে পারভীন আক্তার (২০), জুয়েনা বেগম (২০), তহুরা বেগম (২০), উম্মে হানিফা (৩) ও উম্মে হানি (৩ মাস)।

আহতদের মধ্যে স্ত্রী ছিপাই বেগম, ছেলে কামাল মিয়া, নাতি পারভীন আক্তার ও উম্মে হানির অবস্থা আশঙ্কাজনক। জানা যায়, বিকেলে হাজীপাড়া গ্রামের আবদুস সালামের বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডারে হঠাৎ বিস্ফোরণ ঘটলে তারা আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৮ জনকে প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মিটামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন