বিনোদন ডেস্ক:
রাজশাহীতে- ১ (তানোর গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে তলব করা হয়েছে।
আগামী ১৭ ডিসেম্বর বেলা ১১টায় নিজ কার্যালয়ে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সাঈদ।
মাহিয়া মাহির বিরুদ্ধে অভিযোগ, প্রচার প্রচারণা চালিয়ে নিজের ফেসবুকেও সেই ছবি পোস্ট করেছেন তিনি। এই আচরণের মাধ্যমে চিত্রনায়িকা মাহিয়া মাহি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর বিধি (ঘ) ও বিধি ১২ লঙ্ঘন করেছেন। তাই ব্যাখ্যা প্রদানের জন্য মাহিকে সশরীরে হাজির হবার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে মাহিয়া মাহি বৃহস্পতিবার সকালে তার সমর্থকদের নিয়ে পদ্মা পাড়ি দিয়ে ওপারে চরআষাঢ়িয়াদহ ইউনিয়নে যান। সেখানে তিনি কয়েক গ্রাম ঘুরে ঘুরে পরিচিত হন ও দোয়া চান। এ সময় নারীরা তার মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেন।
তবে এ বিষয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, ‘আমি চর আষাড়িয়াদহ ইউনিয়নে গিয়েছিলাম এটা সত্য। তবে প্রচারণা চালায় নি।’