খেলাধূলা ডেস্ক :
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। এই অভিজ্ঞ ক্রিকেটারকে দলে না নেয়ায় অসন্তুষ্ট তার ভক্তরা। যে কারণে তাকে দলে নেয়ার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছেন তারা।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ‘ক্রিকেটপ্রেমী ময়মনসিংহ’ ব্যানারে জেলার সার্কিট হাউস মাঠের সামনে মানববন্ধনের আয়োজন করেন তারা। এ সময় মাহমুদউল্লাহ রিয়াদকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তির দাবি জানানো হয়।
বক্তারা বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদের মতো একজন ক্রিকেটার দেশের ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র। বিগত ম্যাচগুলোতে রিয়াদ বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা দেশের ক্রিকেটের জন্য গৌরবের বিষয়।’
মাহমুদউল্লাহ রিয়াদকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ দেয়াকে ভালো সিদ্ধান্ত মনে করছেন না তারা। তাকে দলে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশ নেয়া ভক্তরা।
ময়মনসিংহবাসীর পক্ষ থেকে সাবেক ও উদীয়মান ক্রিকেটার, সাংবাদিক, কবি, বাউল-শিল্পীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
মাহদুমউল্লাহকে দলে না রাখায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না, হবেও না’! এদিকে, বড় বোনের পোস্টের কমেন্টবক্সে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ছোট বোন মন্ডি, যিনি কিনা মুশফিকুর রহিমের স্ত্রী। মন্ডি লিখেছিলেন, ‘আরে নাহ, তাদের দলে (বাংলাদেশ টিম) অনেক হার্ডহিটার আছে। বলে বলে ছয় আর ছয়।’