হোম অন্যান্যসারাদেশ মাস্ক ব্যাবহার না করলে জেল/জরিমানা এক মতবিনিময় সভায় ডি.সি মোঃ মামুনুর রশীদ।

মাস্ক ব্যাবহার না করলে জেল/জরিমানা এক মতবিনিময় সভায় ডি.সি মোঃ মামুনুর রশীদ।

কর্তৃক Editor
০ মন্তব্য 141 ভিউজ

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে আজ সোমবার (২৩ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কোভিড-১৯ সম্ভাব্য ২য় পর্যায়ের সংক্রমন মোকাবেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন কোভিড-১৯ এর ২য় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে, সকলের মাস্ক ব্যাবহার বাধ্যতামূলক করতে হবে, যদি কেউ আইন অমান্য করে তাকে মোবাইল কোর্টের আওতায় জেল অথবা বড় অঙ্কের জরিমানা করা হবে।

হাট/বাজার, অফিস আদালত, মসজিদ সহ বাড়ীর বাহিরের সকল স্থানে মাস্ক ব্যাবহার করতে হবে। নো মাস্ক, নো সার্ভিস সর্ব ক্ষেত্রে চালু করতে হবে। সভা শেষে জেলা প্রশাসক মহীয়শী নারী মরহুমা শেখ রাজিয়া নাসের এঁর আত্মার শান্তি কামনায় এবং মাননীয় প্রধানমন্ত্রী ও বাগেরহাট-০১ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন এঁর জন্য দোয়া করেন।

দোয়া শেষে ওয়েভ পোর্টাল হালনাগাদ,ই-ফাইলিং, অফিস ব্যাবস্থাপনা এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষন উদ্বোধন, উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের পূনর্বাসন এবং রবি/২০২১-২২ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতারণ উদ্বোধন, উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তা রক্ষি সসস্ত্র আনসার বাহিনীদের ব্যারাক উদ্বোধন, ভূমি অফিসের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ উদ্বোধন করেন নানা জাতের ফুল ও ফলের বৃক্ষ রোপণ করেন।

এসময় অন্যান্যদেও মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) অনিন্দ্য মন্ডল, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, ভাইস চেয়ারম্যান (মহিলা) রুবিয়া বেগম, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা বিপ্লব কান্তি বিশ্বাস, কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, মৎস্য কর্মকর্তা রাজকুমার বিশ্বাস, প্রাণী সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, থানা অফিসার ইনচার্জ(তদন্ত) জগন্নাথ বিশ্বাস, অধ্যক্ষ এল জাকির হোসেন, কমিউনিটি পুলিশিং সভাপতি শহিদ মেহেফুজ রচা, ইউপি চেয়ারম্যান এসকে হায়দার মামুন, মুন্সি তানজিল হোসেন, শিকদার উজির আলী, শেখ রেজাউল কবীর, মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ফরিদ আহম্মদ ও উম্মে হামিমা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন