হোম অন্যান্যসারাদেশ মাসুরার ঘর উচ্ছেদ হবে না

সংকল্প ডেস্ক :

শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে বিনের পোতা সড়ক ও জনপথ বিভাগের সরকারি জমিতেই তারকা ফুটবলার মাসুরার বসত ভিটে। ইটের দেওয়ালে দোচালা টিনের চাল। মাসুরার পিতা রজব আলী ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। তিন কন্যা ও স্বামী স্ত্রীর সংসারে দারিদ্রতার সাথে সংগ্রাম করে টিকে রয়েছে ভ্যানচালক রজব আলী।

সম্প্রতি মাসুরার বাড়ির ইটের দেয়ালে লাল ক্রস চিহ্ন দিয়ে গেছে সড়ক ও জনপদ বিভাগের সার্ভে টিম। যেকোনো সময় সরকারি জমি থেকে মাসুরার পরিবারকে উচ্ছেদ করা হতে পারে। কিন্তু সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল বিজয়ী হওয়া আনন্দের বন্যায় ভাসছে গোটা দেশ। আজ সকালে মাসুরার বাড়িতে হাজির হন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবীর। তিনি মাসুরার পরিবারকে ফুলের শুভেচ্ছা ও পরিবারের মাঝে মিষ্টি বিতরণ করেন।

জেলা প্রশাসক বলেন, কয়েক বছর আগে মাসুরার পিতাকে ৮ শতক সরকারি খাস জমি বন্দোবস্তু দেওয়া হয়েছে। কিন্তু ওই জমিতে বাড়িঘর নির্মাণের অনুপযোগী হওয়ায় তিনি সরকারি জমিতে দোচালা টিনের ঘরে পরিবার নিয়ে বসবাস করেন।

জেলা প্রশাসক সাব জানিয়ে দিয়েছেন, রজব আলীর ৮ শতক জমি মাটি দিয়ে ভরাট করে বাড়িঘর নির্মাণ না করা পর্যন্ত সড়ক ও বিভাগের জমি থেকে মাসুরার পরিবারকে উচ্ছেদ করা হবে না। মাসুরার পিতা রজব আলী এক বুক আশা নিয়ে কন্যার জন্য অপেক্ষার প্রহার গুনছে ‌। তিনি বললেন, বয়সের ভারে প্যাটেল ভ্যান আর চালাতে পারি না। মাসুরা তার পিতাকে আশ্বস্ত করেছে নেপাল থেকে ফিরে এসে ভ্যানে মটর লাগিয়ে দেবে। মোটর ভ্যান চালাতে কিছুটা কষ্ট কম হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন