হোম ফিচার মাশরাফি বিন মোর্ত্তজা নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কার কাজের উদ্বোধন করলেন

নড়াইল অফিস:

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের সংস্কার কাজের উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-০২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা পরিষদের সদস্য খোকন কুমার সাহাসহ আরো অনেকেই।

উদ্বোধনকালে মাশরাফি বিন মোর্ত্তজা বলেন, মাঠটি খেলার অনুপযোগী হয়ে আছে দীর্ঘদিন চেষ্টার পরে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাথমিকভাবে ২৫ লাখ টাকা প্রদান করেছেন মাঠটি সংস্কারের করার জন্য। পরে আরো ২৫ লাখ টাকা প্রদান করা হবে। তবে ৫০ লাখ টাকায় মাঠটি পুরোপুরি সংস্কার হবে না। আমরা যারা আছি পরে সেটি দেখবো এই মাঠে আমিও খেলেছি। এই মাঠে খেলেই আমি জাতীয় দলে খেলেছি। তাই আমার অনুভূতিটা একটু ভিন্ন। এই মাঠটি টিক না হলে নড়াইলের স্পোর্টস আটকে যাচ্ছিলো। আশা করি তিন থেকে চার মাসের মধ্যে আমরা একটা জায়গায় আসতে পারব। সবকিছু মিলিয়ে আগামী জানুয়ারি বা ফ্রেবুয়ারি থেকে খেলাধুলার জন্য পুরোদমে উন্মুক্ত করতে পারবো।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন