মালয়েশিয়া থেকে বাপ্পি দাস :
মালয়েশিয়া সরকারের মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এর সাথে নবনিযুক্ত মান্যবর হাই কমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ারের সাথে স্থানীয় সময় আজ সকাল ৯ টা ৩০ মিনিটে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মানব সম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল সহ অন্যান উর্ধ্বতন কর্মকতাগণ এবং বাংলাদেশ হাইকমিশনের উপ কমিশনার, কাউন্সিলর,শ্রম ও শ্রম উইংয়ের অন্যান কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে মালয়েশিয়া অবৈধ কর্মীদের বৈধকরণের চলমান রিক্যালিব্রেশন কর্মসূচি বিদেশি কর্মীদের উন্নততর আবাসস্থল নিশ্চিত করা, বিদেশি কর্মীদের কোভিট ভাাক্সিন প্রাধান, কোভিট পূর্ববর্তী সময়ে ছুটিতে বাংলাদেশ গিয়ে ফিরে আসতে না পারা কর্মীদের ফেরত আনা প্রসঙ্গে আলোচনা হয়।
বৈঠকে মাননীয় মন্ত্রী বিদেশি কর্মীদের কল্যাণে মালয়েশিয়া সরকার কতৃক গৃহীত নানাবিধ পদক্ষেপের গ্রহনের বিষয়ে বাংলাদেশ হাইকমিশনার কে আশ্বস্ত করেন।
মান্যবর হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ার বলেন বৈঠকে দুই দের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
s