মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ
মোল্লাহাটে আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত উক্ত প্রতিযোগীতায় উপজেলাধীন ১৮টি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
সিনিয়র গ্রুপে খলিলুর রহমান ডিগ্রী কলেজ এবং জুনিয়র গ্রুপে সরকারী ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়, কচুড়িয়া বাজার এইচএসএমএম মাধ্যমিক বিদ্যালয়, দারিয়ালা কেকে মাধ্যমিক বিদ্যালয়, চুনখোলা এসসিএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন স্থানে বিজয়ী হয়ে পুরস্কার গ্রহন করে।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী মোহন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও ছাত্র/ছাত্রীবৃন্দ প্রমুখ।