আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের মুম্বাইয়ে চারতলা একটি ভবন ধসে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। কর্তৃপক্ষের দাবি, সংস্কারের জন্য নোটিশ দেয়া হলেও পাত্তা দেননি ভবনটির মালিক।
উল্টে আছে ভবন, রাতের আঁধারেই চলছে উদ্ধার কাজ। স্থানীয় সময় সোমবার (২৭ জুন) রাতে এমনই দৃশ্য দেখা যায় মুম্বাইয়ে কুরলা এলাকায়। সেখানে চারতলা একটি ভবন ধসে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে যান উদ্ধারকর্মীরা। পরে ধ্বংসস্তুপের ভেতর থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ দুর্ঘটনার পরপরই আতঙ্কিত হয়ে আশপাশের ভবনের বাসিন্দারাও নেমে আসেন রাস্তায়।
উদ্ধারকারীরা জানান, ভবনটি ধসে পড়ার পর এখন পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে। সবাইকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অনেক মানুষ এখনো আটকা পড়ে আছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ধসে পড়া ভবনটির মালিককে বেশ কয়েক মাস আগে সংস্কারের নোটিশ পাঠানো হলেও তিনি তাতে পাত্তা দেননি। এ দুর্ঘটনার পরপরই আশপাশের তিনটি ভবনের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।