খেলাধূলা ডেস্ক:
গ্রুপের পর্বের প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে হারার কারণে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকা কঠিন হয়ে পড়েছিল বাংলাদেশের। সেমিফাইনালের লড়াইয়ে থাকতে হলে তাই মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না জামাল ভূঁইয়াদের সামনে।
এমন সমীকরণের ম্যাচে শুরুতেই হোঁচট খায় লাল সবুজের প্রতিনিধিরা। তবুও পূর্ণশক্তি নিয়ে মালদ্বীপের জালে একে একে রাকিব হোসেন, তারিক কাজী ও শেখ মোরসালিন হানা দিয়ে দলকে এনে দেন দুর্দান্ত জয়।
রোববার (২৫ জুন) বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে র্যাঙ্কিংয়ের ৩৮ ধাপ উপরের দল মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। তাতে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল জামালরা।