আর মাস খানেকের অপেক্ষা। এরপরই জানা যাবে কার হাতে উঠছে ২০২২-২৩ মৌসুমের ব্যালন ডি’অর পুরস্কার। এরইমধ্যে ঘোষণা করা হয়েছে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা। কে জিতবে ব্যালন ডি’অর, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই ফুটবলপ্রেমীদের। এবার সেই তালিকায় যোগ দিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যালন ডি’অর নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন মার্টিনেজ। কার হাতে উঠবে ব্যালন ডি’অর সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে মার্টিনেজের উত্তর, ‘এটা কে না জানে। আমরা সবাই জানি, কে জিতবে ব্যালন ডি অর। সে আমার সতীর্থ মেসি।’
শুধু মেসি নয় ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাতে আছে মার্টিনেজের নামও। নিজেকে নিয়ে মার্টিনেজ বলেন,‘খুবই ভালো লাগছে এই তালিকায় থাকতে পেরে। আমি আর আমার পরিবারের জন্য এটা গর্বের। আমি বিশ্বকাপ জিতেছি, ওখানেই আমার সবকিছু পরিপূর্ণ হয়ে গেছে।’
কাতার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি ও মার্টিনেজ দুইজনই জিতেছেন ফিফা দ্য বেস্ট পুরস্কার। মেসি বর্ষসেরা ফুটবলার ও মার্টিনেজ বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের কারণে জিতেছিলেন সেরা গোলরক্ষকের পুরস্কার। ব্যালন ডি’অরের দৌড়ে সেভাবে এগিয়ে না থাকলেও সতীর্থ মেসির হাতেই উঠুক ব্যালন ডি’অর, এমনটাই প্রত্যাশা মার্টিনেজের।