হোম রাজনীতি মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

রাজনীতি ডেস্ক:

মার্কিন নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের (আইআরআই) সদস্যদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের বাসায় এ বৈঠক শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা বৈঠকে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্বে ছিলেন মঈন খান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

জানা গেছে, পর্যবেক্ষক দলের সদস্যদের মধ্যে পাঁচজন বৈঠকে উপস্থিত ছিলেন। তারা হলেন- এনডিআই ও আইআরআই গ্লোবালের নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের বিশ্লেষক এবং সমন্বয়কারী নাতাশা রথচাইল্ড, উগান্ডা মানবাধিকার কমিশনের কমিশনার ও নির্বাচন বিশেষজ্ঞ ক্রিস্পিন কাহেরু, দ্যা চার্টার সেন্টানের (নির্বাচন এক্সপার্ট মিশন) লিগ্যাল এ্যানালিস্ট মরিয়ম তাবাতাদজে, নির্বাচন পর্যবেক্ষক নেনাদ মারিঙ্কোভিচ এবং নির্বাচন বিশেষজ্ঞ ইভাইলো পেন্টচেভ।

প্রাক নির্বাচনী অবস্থা মূল্যায়ন করতে কয়েক মাস ধরে ঢাকায় অবস্থান করছেন এনডিআই ও আইআরআইয়ের সদস্যরা। রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতপার্থক্য নিরসনে সংলাপের আহ্বান জানিয়ে আসছে সংস্থা দুটি। গত শুক্রবার (২৯ ডিসেম্বর) তারা জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান, সদস্য-কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন