আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ভূখণ্ড ছাড় দেওয়ার বিষয়ে এখনো আলোচকরা বিভক্ত অবস্থানে রয়েছেন। ব্লুমবার্গ নিউজে এক ফোন সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার এক কথা বলেছেন।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কিছু অংশে ‘সংবেদনশীল বিষয়’ নিয়ে আরো আলোচনা প্রয়োজন, যার মধ্যে রয়েছে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা এবং দেশটির পূর্বাঞ্চলীয় ভূখণ্ডের নিয়ন্ত্রণ।
জেলেনস্কি সোমবার ভোরে ব্লুমবার্গ নিউজকে বলেন, ‘যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের নিজ নিজ দৃষ্টিভঙ্গি রয়েছে—এবং দোনবাস নিয়ে আমাদের কোনো ঐক্যবদ্ধ অবস্থান নেই।
তিনি আরো বলেন, কিয়েভ পশ্চিমা মিত্রদের কাছ থেকে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে, নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে একটি পৃথক চুক্তি চায়।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত শান্তি চুক্তি গ্রহণে ওয়াশিংটন যখন কিয়েভের ওপর চাপ বাড়াচ্ছে, তখন সমর্থন আদায়ের লক্ষ্যে জেলেনস্কি সোমবার লন্ডনে ব্রিটিশ, ফরাসি ও জার্মান নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, তারা চুক্তিটি চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছে গেছেন। তবে ট্রাম্পের দল যে খসড়া চুক্তি তৈরি করেছে, তা স্বাক্ষর করতে এখনো ইউক্রেন বা রাশিয়া—কোনো পক্ষই আগ্রহ দেখায়নি।
