স্পোর্টস ডেস্ক:
সদ্য শেষ হওয়া বছরটা দারুণ কেটেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ঘরের মাঠে ভারতের সঙ্গে সিরিজ ড্র করা, পাকিস্তানকে সিরিজ হারানোর মতো সাফল্যের দেখা পেয়েছে টাইগাররা। এছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতেও টি-টোয়েন্টি ও ওয়ানডে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। এ বছর ওয়ানডে সেঞ্চুরির দেখা পেয়েছেন ফারজানা হক পিংকিও।
দারুণ সাফল্যমণ্ডিত এক বছর পার করা বাংলাদেশের নারী ক্রিকেট দেখেছে নতুন তারকার উদয়ও। অমিত সম্ভাবনা নিয়ে বাইশ গজে গতির ঝড় তুলেছেন মারুফা আক্তার। ২০২২ সালের ডিসেম্বরে অভিষেকের পর চলতি বছর নিজেকে মেলে ধরেছেন এই তরুণ পেসার। আগ্রাসী বোলিং সেইসাথে দুর্দান্ত বুদ্ধিমত্তায় বোলিং বিচিত্র কাজে লাগিয়ে নিজেকে অনন্য করে তুলেছেন মারুফা।
টাইগ্রেসদের দলের অপরিহার্য সদস্য হিসেবে মারুফা গত বছর ওয়ানডেতে ৯টি আর টি-টোয়েন্টিতে ১০ উইকেট শিকার করেছেন। বছরব্যাপী এমন দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মারুফা।
তিনজনের সংক্ষিপ্ত তালিকায় মারুফা ছাড়াও আছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ফোবে লিচফিল্ড, ইংল্যান্ডের পেসার লড়েন বেল এবং স্কটল্যান্ডের অলরাউন্ডার ডার্সি কার্টার। বর্ষসেরা উদীয়মান নারী খেলোয়াড়ের পুরস্কার জিততে এই তিনজনকে পেছনে ফেলতে হবে মারুফার। এই পুরস্কার ঘোষণায় বড় ভূমিকা রাখতে পারে দর্শকদের ভোট। চাইলেই আপনিও ভোট দিতে পারবেন মারুফাকে।
যেভাবে ভোট দেওয়া যাবে-
সেরা উদীয়মান নারী খেলোয়াড় ক্যাটাগরিতেও মনোনয়ন পাওয়া মারুফাকে ভোট দিতে চাইলে আপনাকে যেতে হবে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট www.icc-cricket.com-এ। সেখানে Latest News অংশের নিচে এবং Videos অংশের ওপরে আছে বর্ষসেরা খেলোয়াড়দের মনোনয়নদের তালিকা। এছাড়াও সরাসরি Awards অংশে গেলেও পাবেন বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা মনোনয়নপ্রাপ্তদের তালিকা।
এই তালিকার একেবারে শেষে গেলে দেখা যাবে Women Emenging Cricketer of the Year 2023 অংশটি। সেখানে ক্লিক করলেই চলে আসবে মনোনয়নপ্রাপ্ত চারজনের নাম। সেখানে মারুফার ছবিতে ক্লিক করলেই ভোট প্রদান সম্পন্ন হবে।
বর্ষসেরা মনোনয়নপ্রাপ্তদের ভোট দিতে গেলে আইসিসিতে আপনার অ্যাকাউন্ট থাকতেই হবে। এর জন্য অবশ্য তালিকায় থাকা মারুফার ছবিতে ক্লিক করলেই আপনার সামনে অ্যাকাউন্ট তৈরি (Sign up) বা লগ-ইন অপশন চলে আসবে। আপনার ই-মেইল আইডি দিয়ে খুব সহজেই অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। এরপর রিফ্রেশ করলেই ফের ভোট দেওয়ার অপশন চলে আসবে।