সংকল্প ডেস্ক :
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা নিখোঁজ রয়েছেন দাবি করে ও জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঝর্ণার বড় ছেলে আব্দুর রহমান। পল্টন থানায় গত শনিবার রাতে এই জিডি করা হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত শনিবার রাত সোয়া ১০টার দিকে জান্নাত আরা ঝর্ণার ছেলে একটি জিডি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
আব্দুর রহমান তাঁর জিডিতে উল্লেখ করেন, ‘আমি বেশ কিছুদিন ধরে আমার মা জান্নাত আরা ঝর্ণার সঙ্গে যোগাযোগ করতে না পেরে ধানমণ্ডির নর্থ সার্কুলার রোডের বাসায় উপস্থিত হয়ে আমার মায়ের কথা জিজ্ঞাস করি। বাড়ির মালিক জানান যে, গত ৯ এপ্রিল বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরে আমি আমার মায়ের কক্ষে প্রবেশ করে তাঁর ব্যক্তিগত তিনটি ডায়েরি—একটি সাদা রঙের ক্লিপ দিয়ে স্পাইরাল করা নীল ও ধূসর রঙের। অন্য একটি ডায়েরি আরবি লেখা এবং নিচের দিকে জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম পলাশ নরসিংদী লেখা। ওই ডায়েরিতে কভার পেজ ছাড়া ১ থেকে ৮৭ পৃষ্ঠা রয়েছে। অন্য ডায়েরিটি ধূসর রঙের। ডায়েরিটি কভার পেজ ছাড়া ১ থেকে ৯০ পৃষ্ঠা পর্যন্ত আমার হস্তগত হয়।’
জিডিতে আরও বলা হয়, ‘আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে বাড়ির উদ্দেশে রওনা দিলে পল্টন মোড়ে পৌঁছানোর সময় কয়েকজন অপরিচিত লোক আমাকে অনুসরণ করে। এই অবস্থায় আমার জীবন, আমার মা জান্নাত আরার জীবন এবং ডায়েরিগুলো সংরক্ষণের বিষয়ে আতঙ্কিত হয়ে পড়ি। অতএব আমার জীবন, আমার মায়ের ও ডায়েরির নিরাপত্তা বিধানের জন্য জিডি করলাম।’